বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ার শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
accident_10_10.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

বগুড়ার শিবগঞ্জ এবং শাজাহানপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সকাল সাড়ে নয়টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কের চৌকিরঘাট নামক স্থানে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাবতলী উপজেলার কাগইল গ্রামের রফিকুলের ছেলে মো. হানজেলা (৩৫) ও শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে মো. রনি (২০) মারা যান।

রনি স্থানীয় একটি এনজিওর মাঠকর্মী বলে জানান মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন চন্দ্র সরকার।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, “মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাথরবোঝাই ট্রাকের নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করতে পারেনি। স্বজনেরা নিহতদের মরদেহ নিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।”

এর আগে, সকাল আটটায় বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় মো. রবিন (২৪) নামের অপর এক মোটরসাইকেল আরোহী নিহত হন। উপজেলার খরনা-কর্মকার গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

শাজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. সাম্মাক হোসেন জানান, এসএসসি পরীক্ষার্থী স্ত্রীকে কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন রবিন। পথিমধ্যে কামারপাড়া গ্রামের রাস্তায় ইটভাটার মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

নিহত রবিন আশেকপুর ইউনিয়নের চাঙ্গুইর গ্রামের মামুন মণ্ডলের ছেলে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন।”

ঠিক কোন ট্রাকটি তাকে চাপা দিয়েছে, এখনও সেটিকে খুঁজে পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English
Yunus-led interim govt takes charge

2 months of interim govt: Hopes still persist

The interim government had taken oath two months ago with overwhelming public support and amid almost equally unrealistic expectations.

2h ago