গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা বিষয়ে হাইকোর্টের রুল
গর্ভের শিশু ও গর্ভবতী মায়ের সুরক্ষা নিশ্চিত করতে গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়েছেন আদালত।
আজ এক রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় শনাক্তকরণ রোধে নির্দেশনা তৈরিতে ব্যর্থতা কেন আইনি কর্তৃত্ব বহির্ভূত হবে না রুলে বিবাদীদের কারণ দর্শাতে বলা হয়েছে।
আদালত আগামী ছয় সপ্তাহের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট (নিপোর্ট) মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৬ জানুয়ারি হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ইশরাত হাসান রিট আবেদন করেছিলেন। আবেদনে তিনি লিঙ্গ পরিচয় শনাক্তকরণ মেশিন বিক্রি, হস্তান্তর এবং ব্যবহার বন্ধ করতে নির্দেশনা চেয়েছিলেন।
রিট আবেদন করার পরে ইশরাত হাসান দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, অধিকাংশ মানুষ পুত্র সন্তান চান। লিঙ্গ পরিচয় শনাক্তকরণ পরীক্ষায় প্রত্যাশা ভঙ্গ হলে গর্ভবতী মা হতাশাগ্রস্ত হয়ে পড়েন। যার প্রভাব পড়ে গর্ভের শিশুর শারীরিক ও মানসিক বিকাশে।
Comments