ট্রেনে কাটা পড়ে মা-ছেলেসহ ৩ জনের মৃত্যু
বগুড়া ও যশোরে ট্রেনের চাকার নিচে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। বগুড়ার কাহালু উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে মা ও ছেলে উভয়েই নিহত হয়েছেন। এছাড়াও, যশোরের শার্শা উপজেলায় মারা গেছেন অজ্ঞাত এক যুবক।
জানা গেছে, কাহালু রেলস্টেশনের অদূরে বটতলায় রেললাইন সংলগ্ন ফুটপাতে খাবার বিক্রি করতেন ফেলানী বেগম (৫২)। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস কাহালু স্টেশনে পৌঁছার আগে ফেলানীর ছেলে রাজ বাবু (২৫) আত্মহত্যার উদ্দেশ্যে ট্রেনের নীচে ঝাঁপ দিতে যান। এসময় ফেলানী বেগম তাকে উদ্ধার করতে গেলে দুজনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, দুজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে, সকালে শার্শায় ঢাকা থেকে বেনাপোলগামী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাষ্টার সাইদুজ্জামান জানান, ঢাকা থেকে বেনাপোলগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি আজ সকাল ১১টার দিকে শ্যামলাগাছি নামক স্থানে পৌঁছলে ওই যুবক ট্রেনের নিচে লাফিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের পরিচয় জানা যায়নি।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Comments