এসএসসির প্রশ্নফাঁসের প্রলোভন দেয়ায় আটক ৪

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে গতরাতে চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিকস

এসএসসি পরীক্ষার্থীদের প্রশ্নপত্র দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেয়ার অভিযোগে গতরাতে চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান আজ দ্য ডেইলি স্টারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা, গাজীপুর ও খুলনা থেকে এই চার যুবককে আটক করা হয়।

আবু বাকের সিদ্দিক (২৬) গাজীপুর থেকে এবং শাকিল মাহমুদ (২০) এবং সাইমন ইসলামকে (২০) খুলনা থেকে আটক করা হয়। এছাড়া, আল মাহমুদকে (১৮) আটক করা হয় ঢাকার রামপুরা থেকে।

র‌্যাব কর্মকর্তা জানান, তারা পরীক্ষার প্রশ্ন থাকার গুজব ছড়িয়ে পরিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করে।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

A total of 77.78 percent students passed this year’s Higher secondary Certificate (HSC) and equivalent examinations

1h ago