জ্বর নিয়ে চীনফেরত কেউ করোনাভাইরাসে আক্রান্ত নয়: আইইডিসিআর

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত আট জনের স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত আট জনের স্বাস্থ্য পরীক্ষা করে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।

আইইডিসিআর এর পরিচালক অধ্যাপক মীরজাদি সাবরিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চীন থেকে আগত আট জনকে আইইডিসিআর পরীক্ষা করেছে। এদের কেউই করোনাভাইরাসে আক্রান্ত নন।

পরীক্ষার পর সাতজনকে ‘কোয়ারেন্টাইন’ রাখার জন্য আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়েছে। একজনের জ্বর থাকায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর।

এদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর দ্য ডেইলি স্টারকে জানান, এই মুহূর্তে চীনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে দুই জন জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুই জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। টেস্ট-এ কারও শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।

এর বাইরে, আর কোন বাংলাদেশির করোনাভাইরাসজনিত অসুস্থতার খবর জানা যায়নি।

Comments

The Daily Star  | English

3 quota protest leaders held for their own safety: home minister

Three quota protest organisers have been taken into custody for their own safety, said Home Minister Asaduzzaman Khan

30m ago