করোনাভাইরাস: সীমান্তে কড়াকড়ি হংকংয়ের
জনগণের চাপের মুখে সীমান্তে আরো কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে হংকং। আজ রাত থেকেই চীনের মূল ভূখণ্ড থেকে হংকংয়ে প্রবেশে বেশ কয়েকটি চেকপয়েন্ট বন্ধ করা হচ্ছে বলে জানিয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম।
ল্যাম জানান, সোমবার রাত থেকেই লো উ এবং লোক মা চাউ চেকপয়েন্ট বন্ধ করা দেয়া হবে। সেইসঙ্গে হংকং-ম্যাকাউ ফেরি টার্মিনালও বন্ধ থাকবে।
এতে করে চীনের মূল ভূখন্ড থেকে হংকংয়ে প্রবেশের মাত্র তিনটি পথ খোলা থাকছে। এগুলো হলো- হংকং আন্তর্জাতিক বিমানবন্দর, শেনঝেন সমুদ্র বন্দর এবং হংকং-জুহাই-ম্যাকাউ ব্রিজ।
নভেল করোনাভাইরাস নিয়ে উদ্বেগ জানিয়ে সংক্রমণ ঠেকাতে দ্রুত চীনের সঙ্গে পুরোপুরি সীমান্ত বন্ধের দাবিতে প্রায় ২৫০০ স্বাস্থ্যকর্মী সকালে পাঁচ দিনের ধর্মঘটে যান।
চিকিৎসক, হাসপাতাল কর্মী ছাড়াও দেশটির ব্যবসায়ী এমনকি সরকারপন্থী বেশ কয়েকজন আইনপ্রণেতাও চীনের সঙ্গে সীমান্ত বন্ধের দাবি জানিয়েছেন।
স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, তাদের আশঙ্কা হাসপাতালগুলোতে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়বে এবং চীন তাদের প্রয়োজনে হংকংয়ের স্বাস্থ্য সেবা ব্যবহার করবে।
Comments