ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আরেক বাউল শিল্পীর বিরুদ্ধে মামলা
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অবমাননার অভিযোগে আরেক বাউল শিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
রোববার রিতার বিরুদ্ধে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন আইনজীবী ইমরুল হাসান। একই দিন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা রাসেল মিয়া একই অভিযোগে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলা করেন।
শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল এবং ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় বাউল শিল্পী রিতা দেওয়ানের একটি গান। গানে রিতা অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ১ ফেব্রুয়ারি দুই মেয়েকে সঙ্গে নিয়ে এক ভিডিও বার্তায় ক্ষমা চান রিতা।
এর আগে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বাউল শরিয়ত সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গত ১১ জানুয়ারি ময়মনসিংহের ভালুকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
Comments