হরগঙ্গা কলেজে পেট্রোল বোমা বিস্ফোরণ

Haraganga Collage-2.jpg
সরকারি হরগঙ্গা কলেজ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদরে সরকারি হরগঙ্গা কলেজে ভোররাতে পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার জানান, রাত সাড়ে ১২টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। নৈশপ্রহরী এবং পাশে থাকা শিক্ষা সফরের বাসের স্টাফরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিস্ফোরণে কলেজের নির্মাণাধীন ১০তলা ভবনের কিছু পাইপ ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বোমা তৈরিতে ব্যবহৃত বোতল এবং বিভিন্ন আলামত জব্দ করেছে।

অধ্যক্ষ জানান, ধারণা করা হচ্ছে এটি পেট্রোল বোমা। হোস্টেল গেটের বাইর থেকে বোমাটি ছুড়ে মারা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খন্দকার আশফাকুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, “ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে।”

সদর থানার ওসি আনিচুর রহমান রাত একটার দিকে জানিয়েছেন, তিনি মোল্লাকান্দিতে অভিযানে রয়েছেন। হরগঙ্গার ঘটনায় সদর ফাঁড়ি পুলিশ কাজ করছে। অপরাধীদের সনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোন ক্ষয়ক্ষতি হয়নি।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

6h ago