বাবর আজমকে আটকে দেওয়ার উপায় জানেন ইবাদত

ইবাদতের কথায় এটাই পরিষ্কার, সঠিক লাইন-লেংথে বল করতে পারলে শুধু বাবর আজম কেন, যেকোনো ব্যাটসম্যানকেই আটকে রাখা সম্ভব।
ebadat_hossain
ছবি: বিসিসিআই

শেষ চার টেস্টের তিনটিতেই সেঞ্চুরি করেছেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। অপর ম্যাচেও সেঞ্চুরির দ্বারে ছিলেন। আউট হয়েছেন ৯৭ রানে। সবমিলিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারে সেরা ছন্দে আছেন তিনি। রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের জন্য বড় হুমকি বাবর। তাকে আটকানোর জন্য নিঃসন্দেহে আলাদা পরিকল্পনা করতে হচ্ছে বাংলাদেশের বোলারদের। আর বাংলাদেশ দলের পেসার ইবাদত হোসেন বললেন, ভালো বল করে যেকোনো ব্যাটসম্যানকেই বিপাকে ফেলা সম্ভব।

শুধু যে টেস্টেই ছন্দে আছেন বাবর তা নয়, সব সংস্করণেই দারুণ খেলছেন তিনি। বাংলাদেশের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও সাবলীল ব্যাট করে খেলেছেন হার না মানা ৬৬ রানের ইনিংস। ব্যাট হাতে নামলেই প্রতিপক্ষের ভোগান্তি বাড়াচ্ছেন। তবে ইবাদতের কথায় এটা পরিষ্কার যে সঠিক লাইন-লেংথে বল করতে পারলে, শুধু বাবর আজম কেন, যেকোনো ব্যাটসম্যানকেই আটকে রাখা সম্ভব। এদিকটাতেই নজর দেওয়ার কথা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) জানালেন ডানহাতি পেসার, ‘ভালো বল সবার জন্যই ভালো বল। বাবর আজম টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান। জানি না টেস্টে কী হয়। আমরা চেষ্টা করব ওকে ভালোভাবে বল করার।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শেষ আসরে নিয়ন্ত্রিত বল করেছিলেন ইবাদত। সে ধারা ঘরোয়া প্রথম শ্রেণির আসর বিসিএলেও ধরে রেখেছেন। এবার পাকিস্তানেও ভালো করতে চান তিনি, ‘বিপিএল সংক্ষিপ্ত সংস্করণের খেলা ছিল। সেখানে মাথায় থাকে যে ২৪ বলের মধ্যে আমাকে সব কিছু করতে হবে। টেস্টে দেখেন, অনেকক্ষণ বল করার সুযোগ থাকে। টেস্টে ধারাবাহিকতাটা হচ্ছে আসল ব্যাপার। ওটা নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে কাজ করেছি। তো দেখা যাক কী হয়।’

পাকিস্তানের মাটিতে আসন্ন রাওয়ালপিন্ডি টেস্টের খেলার আগে কোনো প্রস্তুতি ম্যাচ নেই বাংলাদেশের। এমনকি ভ্রমণ-ক্লান্তি কাটাতে মাত্র একদিন সময় পাচ্ছেন মুমিনুল হকরা। তার উপর রাওয়ালপিন্ডির উইকেটে খেলার পূর্ব কোনো অভিজ্ঞতাও নেই তাদের। তবে এসব নিয়ে ভাবছেন না ইবাদত। নিজের সেরাটা দেওয়ার ব্যাপারেই মনোযোগ দিচ্ছেন, ‘অসুবিধা না, আমি যতটুকু শুনেছি, পাকিস্তানের উইকেট মোটামুটি ব্যাটিং উপযোগী হয়। তো ওভাবে আমরা প্রস্তুতি নিয়েছি, যদি ব্যাটিং উপযোগী হয়, কীরকম আক্রমণ করতে হবে। আমরা বিসিএলে একটা ম্যাচ খেলেছি। ওখানে চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার এবং ঠিকঠাক করে প্রস্তুতি নেওয়ার।’

পাকিস্তানে তিন দফা সফরের দ্বিতীয় ধাপে আগামী শুক্রবার থেকে রাওয়ালপিন্ডিতে একটি টেস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে ম্যাচ খেলতে এদিনই পাকিস্তানের বিমান ধরছে বাংলাদেশ। কাতার হয়ে তারা দেশটিতে গিয়ে পৌঁছাবে আগামীকাল। আর তৃতীয় ধাপের সফরে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে আগামী এপ্রিলে।

Comments