সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫
জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের রাজগঞ্জ উপজেলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
দুপুরে রাজগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মতিন (৫০) বগুড়া আনসার ভিডিপি ক্যাম্পের সদস্য। তিনি নিশ্চিন্তপুরের শাজাহান আলীর ছেলে।
রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানদ বিশ্বাস জানান, সকালে ১০ শতক জায়গার দখল নিয়ে শহীদুল ও শাবান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে গুরুতর আহত মতিন দুপুরেই মারা যা্ন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
Comments