সিরাজগঞ্জে জমি নিয়ে বিরোধে নিহত ১, আহত ১৫

জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের রাজগঞ্জ উপজেলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।
clash
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

জমি নিয়ে বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জের রাজগঞ্জ উপজেলায় এক আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

দুপুরে রাজগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল মতিন (৫০) বগুড়া আনসার ভিডিপি ক্যাম্পের সদস্য। তিনি নিশ্চিন্তপুরের শাজাহান আলীর ছেলে।

রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চানদ বিশ্বাস জানান, সকালে ১০ শতক জায়গার দখল নিয়ে শহীদুল ও শাবান আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত মতিন দুপুরেই মারা যা্ন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।  

Comments

The Daily Star  | English
Pro-Awami League journalist couple arrested

The indiscriminate arrests and murder charges

Reckless and unsubstantiated use of murder charges will only make a farce of the law, not bring justice to those who deserve it.

11h ago