পিএইচডি ডিগ্রি: আইন মানা হচ্ছে কিনা তদন্তের আদেশ হাইকোর্টের
পিএইচডি ও সমমানের ডিগ্রি অনুমোদনের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর নিয়ম-নীতি মানছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে তদন্তের জন্য আজ ইউজিসিকে আদেশ দিয়েছেন হাইকোর্ট। তদন্ত প্রতিবেদন আগামি তিন মাসের মধ্যে জমা দিতে হবে।
একইসঙ্গে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পিএইচডি গবেষণা অভিসন্দর্ভের ৯৮ শতাংশ নকল নিয়ে যে অভিযোগ উঠেছে তার তদন্তেরও আদেশ দিয়েছেন। উপাচার্যকে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামি ১৫ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।
বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান এবং বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে এক রিটের প্রাথমিক শুনানি করে এই আদেশ দেন।
দৈনিক প্রথম আলোর অনলাইন সংস্করনে ২১ জানুয়ারি ‘ঢাবি শিক্ষকের পিএইচডি গবেষণার ৯৮% নকল’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তাতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবুল কালাম লুৎফুল কবীরের গবেষণাপত্রের ৯৮ শতাংশই নকল।
প্রতিবেদনটি যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুজ্জামান ২৬ জানুয়ারি এ বিষয়ে নির্দেশনা চেয়ে একটি রিট করেন।
শিক্ষার্থীদের গবেষণাপত্র অনুমোদনের আগে কেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে না-তা জানতে চার সপ্তাহের রুল দিয়েছে হাইকোর্ট।
পিএইচডি ও সমমানের ডিগ্রিতে জালিয়াতি রোধে শিক্ষা সচিব, ইউজিসি চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যসহ বিবাদীদের রুলের জবাব দিতে আদেশ দেয়া হয়েছে।
Comments