তুরাগ তীর দখলমুক্তে আইনি বাধা নেই
তুরাগ নদের দুই পাড়ের জমি উদ্ধারে সরকারের আইনি বাধা দূর করল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
তুরাগ পাড়ে হামিম গ্রুপের নিশাত জুট মিলস এবং আনোয়ার গ্রুপের হোসেইন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস এর অবৈধ স্থাপনা সরিয়ে নিতে সরকারের আইনি বাধা নেই।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ এ বিষয়ে দুটি পৃথক আপিল নিষ্পত্তির পর এই আদেশ দেন।
হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে নিশাত জুট মিল ও হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিল দুটি আলাদা আপিল করে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিডি) এর এক রিটের চূড়ান্ত শুনানির পর গত বছর ৩ ফেব্রুয়ারি হাইকোর্ট তুরাগ নদকে ব্যক্তি আইনি সত্ত্বা ও জীবন্ত সত্ত্বা হিসেবে রায় দেন।
সেইসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনকে তুরাগ নদ দখলমুক্ত করার নির্দেশ দেয়া হয়।
পরে হাইকোর্টের এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল করে নিশাত জুট মিল ও হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিল।
Comments