এলপি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে এ পর্যন্ত নিহত ৩৮
সিলিন্ডার ব্যবহারে অদক্ষতা ও অচেতনতার কারণে তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দেশে এ পর্যন্ত মোট ৩৮ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সংরক্ষিত নারী আসনের সাংসদ লুৎফুন নেসা খানের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে এই তথ্য জানান।
জ্বালানি প্রতিমন্ত্রী এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ রোধ ও এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিস্ফোরক পরিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, সিলিন্ডার মজুতের জায়গা এবং সিলিন্ডার পরীক্ষাকেন্দ্র নিয়মিতভাবে পরিদর্শন করা হচ্ছে।
সাংসদ শহীদুজ্জামান সরকারের আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সংসদে জানান, বিদ্যুৎ বিতরণে গত দশ বছরে ১৪ দশমিক ৩৩ শতাংশ সিস্টেম লস ৯ দশমিক ৩৫ শতাংশে নেমেছে।
Comments