খালেদা জিয়ার কারাবাসের দুই বছর: বিএনপির সমাবেশ শনিবার
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দুই বছর কারাবাস পূর্তির দিন, শনিবার ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। সেইসঙ্গে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এক বৈঠকের পর কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
সাংবাদিকদের মির্জা ফখরুল জানান, খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শনিবার দুপুর ২টায় সমাবেশ হবে।
একই দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।
Comments