ভালোবাসার নতুন একগুচ্ছ গান
ভালোবাসা দিবসে প্রকাশিত হতে যাচ্ছে ভালোবাসার নতুন একগুচ্ছ গান। গানের সঙ্গে থাকছে নতুন মিউজিক ভিডিও।
ফাহমিদা নবী, আসিফ আকবর, তাহসান, হাবিব, ন্যান্সি, কনা, মিনার, কোনাল, ইমরান, সালমা, লিজা, তানবীজ সারোয়ার, কর্ণিয়াসহ অনেকেই ভালোবাসা দিবস উপলক্ষে গান প্রকাশ করতে যাচ্ছেন।
ফাহমিদা নবীর তিনটি নতুন গান প্রকাশিত হবে। গানগুলো হলো ‘চলছে ঠিকঠাক’, ‘শ্রাবণধারায়’ ও ‘আকাশের কোনো তেপান্তরে’। শিল্পী ফাহমিদা নবী নিজেই গানগুলোর সুর করেছেন। গানগুলো তার নিজস্ব চ্যানেল থেকে প্রকাশিত হবে।
আসিফ আকবর প্রকাশ করবেন ‘আসমান জমিন’ শিরোনামের একটি গান। আসিফ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আসলে কোনো দিবস ভেবে গান করি না। প্রতিমাসেই আমার নতুন গান প্রকাশিত হয়। সেই ধারাবাহিকতায় এই মাসেও গান প্রকাশিত হবে।”
ভালোবাসা দিবসে ন্যান্সির দ্বৈতকণ্ঠের গান ‘শুধু তুমি’ বাজারে আসছে। এই গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন রিজভী ওয়াহিদ।
তাহসান প্রকাশ করবেন নতুন দুটি গান। একটি ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’ থেকে, অন্যটি সুস্মিতা আনিসের সঙ্গে।
ইমরান প্রকাশ করবেন বেশ কয়েকটি নতুন গান। তার মধ্যে থাকছে কোনালের সঙ্গে ‘প্রথম হাতেখড়ি’, পূজার সঙ্গে ‘তুমি শুধু আমার’ শিরোনামে দ্বৈতকণ্ঠের গান।
আসছে তানজীব সারোয়ারের নতুন মিউজিক ভিডিও ‘ডুবে ডুবে’। মুক্তির সম্ভাবনা রয়েছে ঐশীর নতুন অ্যালবাম ‘ঐশী এক্সপ্রেস টু’র।
এছাড়াও মিনার, সালমা, লিজা ও কর্ণিয়ার একটি করে গান প্রকাশিত হতে যাচ্ছে ভালোবাসা দিবসে।
Comments