তুরাগ বেড়িবাঁধে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত
রাজধানীর তুরাগ বেড়িবাঁধ এলাকায় বন্দুকযুদ্ধে শহীদ হোসেন ওরফে কানা শহীদ (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সকালে র্যাব-১ এর সহকারী পরিচালক মো. কামরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, “তুরাগ বেড়িবাঁধ এলাকায় একদল ডাকাতের সঙ্গে র্যাবের গুলিবিনিময়কালে শহীদ হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন র্যাব সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, ২১টি কার্তুজ ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।”
Comments