রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়নদের হারাল দক্ষিণ আফ্রিকা
নতুন ভূমিকায় কুইন্টন ডি ককের যাত্রা শুরু হলো দারুণভাবে। ফ্যাফ ডু প্লেসির পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান সেঞ্চুরি করে দলকে দেখালেন পথ। সিরিজের প্রথম ওয়ানডেতে রেকর্ড গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারাল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) কেপ টাউনের নিউল্যান্ডস স্টেডিয়ামে ২৫৯ রানের লক্ষ্য ছুঁয়ে ৭ উইকেটে জিতেছে প্রোটিয়ারা। এই মাঠে এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। ডি ককের ১৫তম সেঞ্চুরির দিনে মাত্র ২ রানের আক্ষেপে পুড়েছেন টেম্বা বাভুমা। প্রায় আড়াই বছর পর ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নেমে তিনি আউট হয়েছেন ৯৮ রানে।
সবশেষ বিশ্বকাপের পর প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেছিল ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৫৮ রান তোলে ইংলিশরা। জবাবে ১৪ বল বাকি থাকতে মাত্র ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছেন ডি ককরা। তিন ম্যাচের সিরিজে তারা এগিয়ে গেছেন ১-০ ব্যবধানে।
ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায় ইংল্যান্ড। উদ্বোধনী জুটিতে আসে ৫১ রান। কিন্তু জেসন রয় ৩২ বলে ৩২ করে ফেরার পর খেই হারায় দলটি। ১৩১ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৬ উইকেট। জনি বেয়ারস্টো, জো রুট ও অধিনায়ক ইয়ন মরগান ইনিংস লম্বা করতে ব্যর্থ হন।
সপ্তম উইকেটে জো ডেনলি ও ক্রিস ওকস ৯১ রানের জুটিতে ভদ্রস্থ করেন স্কোর। ডেনলির ১০৩ বলে ৮৭ রানের ইনিংসে আড়াইশো পেরিয়ে যায় ইংল্যান্ড। ওকসের ব্যাট থেকে আসে ৪২ বলে ৪০ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩৮ রানে ৩ উইকেট নেন বাঁহাতি স্পিনার তাবরাইজ শামসি।
রান তাড়ায় শুরুতেই রিজা হেনড্রিক্সকে হারানোর পর ১৭৩ রানের বিশাল জুটি গড়েন ডি কক ও বাভুমা। তাতে জয়ের কক্ষপথে চলে আসে দক্ষিণ আফ্রিকা। ১১৩ বলে ১০৩ রান করা ডি কককে ফেরান রুট। ১০৩ বলে ৯৮ করে বাভুমা আউট হন ক্রিস জর্ডানের বলে। এরপর জয়ের আনুষ্ঠানিকতা সারেন রাসি ভ্যান ডার ডুসেন।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড: ৫০ ওভারে ২৫৮/৮ (রয় ৩২, বেয়ারস্টো ১৯, রুট ১৭, মরগান ১১, ডেনলি ৮৭, ব্যান্টন ১৮, স্যাম কারান ৭, ওকস ৪০, টম কারান ১৫*, জর্ডান ১*; বিউরান হেনড্রিক্স ১/৪৬, এনগিডি ০/৪২, স্মাটস ১/৪৩, ফেলুকওয়ায়ো ১/৪৭, শামসি ৩/৩৭, সিপামলা ১/৪০)
দক্ষিণ আফ্রিকা: ৪৭.৪ ওভারে ২৫৯/৩ (ডি কক ১০৭, রিজা হেনড্রিক্স ৬, বাভুমা ৯৮, ফন ডার ডুসেন ৩৮*, স্মাটস ৭*; ওকস ১/৩৬, স্যাম কারান ০/২৮, রুট ১/৩৫, টম কারান ০/৩৮, পারকিনসন ০/৪৮, জর্ডান ১/৩১, ডেনলি ০/৪১)
ফল: দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে।
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক।
Comments