‘দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পদ্মা সেতুতে প্রভাব পড়বে’

আগামী দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে প্রভাব পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
obaidul-quader.jpg
মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

আগামী দুই মাসের মধ্যে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে প্রভাব পড়বে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে চীনের ৯৮০ কর্মীর মধ্যে অন্তত ৩শ’ জন ছুটিতে আছেন। এ পরিস্থিতি আরও দুই মাস অব্যাহত থাকলেও পদ্মা সেতু নির্মাণ কাজ প্রভাবিত হবে না। তবে এর চেয়ে দীর্ঘ হলে কিছুটা প্রভাব পড়বে।”

এর আগে, বিভিন্ন এজেন্সির প্রধানদের সঙ্গে বৈঠক করেন সেতুমন্ত্রী।

উল্লেখ্য, গত ডিসেম্বরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছিলো চীনের উহানে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৯০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে ২৪ হাজারের বেশি মানুষ।

Comments