এসএসসিতে ভুল প্রশ্নপত্র, ৭ শিক্ষককে অব্যাহতি

এসএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্র সরবরাহ করার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সাত শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সকালে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহের নিগার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, “নিদারাবাদ ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রের সচিব আব্দুল আহাদ, হল সুপার গোলাম জিলানী ও আব্দুল হান্নান, পরিদর্শক সজীব সরকার, জিয়াউর রহমান, সোহেল মিয়া এবং মনির হোসেনকে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগ উঠেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে তারা ভুল প্রশ্নপত্র সরবরাহ করেছেন। বাংলা প্রথম পত্র পরীক্ষায় শিক্ষার্থীদের হাতে যে প্রশ্নপত্র দেওয়া হয়েছে তা ২০১৮ সালে অনিয়মিত শিক্ষার্থীদের জন্য তৈরি করা হয়েছিলো।”
ওই কেন্দ্রে ২০১৮ সালের কিছু অনিয়মিত শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু শিক্ষকদের ভুলের কারণে বাকি শিক্ষার্থীরা ভুক্তভোগী হয়েছে।
নিদারাবাদ ইউনিয়ন হাইস্কুল কেন্দ্রে যেসব শিক্ষার্থী ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে তাদের রোল নম্বর সংগ্রহ করে ইতোমধ্যে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে বলে জানান মেহের নিগার।
Comments