‘তিতুমীর’ ছবিতে নিরবের বিপরীতে রাইমা সেন
ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ‘তিতুমীর’ এর জীবনকাহিনী নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র। ছবিটিতে তিতুমীর চরিত্রে অভিনয় করবেন নিরব। তার বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী রাইমা সেন।
ইতোমধ্যে রাইমা সেনের সঙ্গে কথা হয়েছে বলে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানিয়েছেন পরিচালক ডায়েল রহমান।
পরিচালক বলেন, “তিতুমীর ছবিতে ঐতিহাসিক চরিত্রের সঙ্গে যায় এমন একজন অভিনেত্রী হচ্ছেন রাইমা সেন। আমরা তার সঙ্গে প্রাথমিক আলাপ করেছি। আগামী মার্চ ও জুন এই দুই মাসে ‘তিতুমীর’ সিনেমার শুটিং হবে।”
তিনি আরও বলেন, “তিতুমীর নিহত হন ১৮৩১ সালে। তৎকালীন প্রজাদের ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।”
নিরব দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “তিতুমীর হবে ঐতিহাসিক গল্প। ছোটবেলা ইতিহাসের পাঠ্য বইতে তাকে এবং তার বাঁশের কেল্লা পড়েছি। সেই মানুষটিকে ধারণ করে এবার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছি। ঠিকভাবে কাজ করতে পারলে চরিত্রটি আমাকে বাঁচিয়ে রাখবে। চরিত্রটি নিয়ে আমি খুব এক্সাইটেড রয়েছি।”
Comments