মাজিয়ার সঙ্গে ড্র করে সমীকরণ কঠিন আবাহনীর

Abahani LTD
ছবি: ফিরোজ আহমেদ

দুই বার গোল করে এগিয়ে গিয়েছিল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব। দুবারই গোল ফিরিয়ে দেয় আবাহনী। হার এড়াতে পারলেও ঘরের মাঠে ড্র করে পরের রাউন্ডে যাওয়ার পথ কঠিন হয়ে গেছে তাদের।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্লে অফের দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগের ম্যাচ শেষ হয় ২-২ গোলের সমতায়।  পরের রাউন্ডে যেতে হলে ১২ ফেব্রুয়ারি মাজিয়ার মাঠে গিয়ে ওদের হারাতে হবে অথবা ড্র করতে হবে ৩-৩ গোলে। এই দুই সমীকরণই বেশ কঠিন।

এদিন নিজেদের কন্ডিশনে জেতার প্রত্যাশা নিয়ে নেমে ৪০ মিনিটে পিছিয়ে পড়ে মারিও লেমাসের দল। মাজিয়ার ফরোয়ার্ড ইব্রাহিম হাসান বাঁক খাওয়ানো শটে পরাস্ত করেন আবাহনী গোলরক্ষককে।

এই গোল অবশ্যই দ্রুতই ফিরিয়ে দেয় আকাশী-নীলরা। প্রথমার্ধের যোগ করা সময়ে রায়হানের ক্রস থেকে গোল করেন ব্রাজিলিয়ান মেলসন আলভেস।

৬৫ মিনিটে হাসান নাইজের কাছ থেকে বল পেয়ে এজিকিয়েল আবার এগিয়ে দেন মাজিয়াকে। ৮০ মিনিটে আবার রায়হানের এসিস্ট। এবার বল পেয়ে সানডে চিজোবা স্বস্তি ফেরান আবাহনীর।

Comments

The Daily Star  | English

Remittance rose 9% in August

However, August’s inflow was 2.22 percent lower than the previous month

1h ago