পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কোটি টাকা ছিনতাই, আটক ১
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের বেতনের প্রায় কোটি টাকা ছিনতাইয়ে জড়িত সন্দেহে আবু বক্কর নামে একজনকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে আমতলী থানা পুলিশ আবু বক্করকে আটক করে। এর আগে সন্ধ্যায় উপজেলার ধানখালী এলাকায় পটুয়াখালী-কলাপাড়া সড়কে টিয়াখালী কলেজের পাশে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আরইডব্লিউ, এসইডব্লিউ ও জেটি ট্রেডার্স নামে তিনটি ম্যানপাওয়ার কোম্পানি পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক সরবরাহ করে আসছে। বর্তমানে এই তিনটি কোম্পানির পাঁচ শতাধিক শ্রমিক পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে কাজ করছেন। তাদের জানুয়ারি মাসের বেতন দেওয়ার জন্য গতকাল বরিশাল প্রিমিয়ার ব্যাংক থেকে আরইডব্লিউ সাড়ে ১২ লাখ, এসইডব্লিউ ৩৬ লাখ ও জেপি ট্রেডার্স ৫২ লাখ টাকা উত্তোলন করে। একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো চ ৫১-৫৭৬১) টাকাগুলো বিদ্যুৎকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। মাইক্রোবাসটি টিয়াখালী কলেজের কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা রাস্তায় বাঁশ ফেলে গাড়ির গতিরোধ করে।
এরপর পাঁচ-ছয়টি মোটরসাইকেলে অন্তত ১০ ছিনতাইকারী দেশীয় অস্ত্র হাতে হামলা চালায় এবং টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। তানভীন ও ঝুনু নামে কোম্পানির দুই কর্মকর্তা বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে। সেই সঙ্গে হোসাইন, জুয়েল ও হুমায়ূন নামে আরও তিন কর্মকর্তা তাদের হামলায় আহত হয়েছেন— জানায় পুলিশ।
আমতলী থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মাইক্রোবাসটি জব্দ এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে মাইক্রোবাসের চালক আবু বক্করকে আটক করেছে।
Comments