করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫৬৫, আক্রান্তের সংখ্যা ২৮,২৬১
চীনে প্রতিদিনই করোনাভাইরাসে মৃতের সংখ্যা বাড়ছে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, গতকাল পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬৫ জনে। মোট আক্রান্তের সংখ্যা ২৮,২৬১ জন।
নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬৯৪ জন।
আজ চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে ৭৩ জন মারা গেছেন। এরমধ্যে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে হুবেই প্রদেশের উহানে। এর বাইরে উত্তর-পূর্বের তিয়ানজিন, হিলংজিয়াং এবং দক্ষিণ-পশ্চিমে গুইঝৌতে মারা গেছেন তিনজন।
করোনাভাইরাস মোকাবিলায় চীন সরকার একটি হাসপাতাল নির্মাণ করেছে। এছাড়াও দেশটি থেকে অন্যান্য দেশের নাগরিকদের সরিয়ে নেওয়া নেওয়া হচ্ছে।
অনেক দেশ তাদের নাগরিকদের চীন সফর নিষিদ্ধ করেছে। একইসঙ্গে তারা চীনের সঙ্গে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে।
চীনের বাইরে এই ভাইরাসে মারা গেছেন দুজন। একজন হংকং এবং আরেকজন ফিলিপাইনে। আর বিশ্বের ২৫টি দেশ ভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
Comments