ইতিহাস গড়ার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে যুব বিশ্বকাপের সেমিফাইনালে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। নিউজিল্যান্ডকে হারাতে পারলে প্রথমবারের মতো এই বিশ্ব আসরে ফাইনালে উঠবে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ অধিনায়ক আকবর আলির পক্ষে আসে টস ভাগ্য। যুবাদের কাপ্তান আগের রাতের বৃষ্টিতে ভেজা থাকা উইকেট আর পরিস্থিতি বিচার আগে বেছে নেন ফিল্ডিং।
এর আগে কোয়ার্টার ফাইনালে একই মাঠে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। সে ম্যাচে অবশ্য আগে ব্যাটিং করেছিল বাংলাদেশ দল।
মহা গুরুত্বপূর্ণ ম্যাচে কোন পরিবর্তন করেনি বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে জয়ী একাদশকেই খেলাচ্ছে টিম ম্যানেজমেন্ট। ফলে বাংলাদেশ দুই পেসারের সঙ্গে খেলাচ্ছে দুই বাঁহাতি স্পিনার ও একজন অফ স্পিনারকে। অলরাউন্ডার মিলিয়ে একাদশে ব্যাটিংয়ে পটু সাতজন।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসেন দিপু, আকবর আলি, শামিম হোসেন পাটোয়ারি, তানজিম হসান সাকিব, রকিবুল হাসান, হাসান মুরাদ ও শরিফুল ইসলাম।
Comments