যশোরে এক মাসে নিখোঁজ ৩
যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে গত এক মাসে শিশুসহ তিনজন নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি করা হলেও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান মেলেনি।
নিখোঁজ ব্যক্তিরা হলেন: ঝিকরগাছা ইউনিয়নের কাশিপুর গ্রামের মোলাম হোসেনের ছেলে রাব্বী হোসেন (১০), নাভারণ ইউনিয়নের বাঁয়সা গ্রামের লুৎফর রহমানের ছেলে তুষার হোসেন (২২) এবং মাগুরা ইউনিয়নের কায়েমকোলা পূর্বপাড়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে আল-মামুন (৪০)।
জিডির নথিতে উল্লেখ করা হয়েছে, গত ১৩ জানুয়ারি কাশিপুর হাফিজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হয় রাব্বী হোসেন। প্রতিদিনের মতো বিকেল ৪টার দিকে মোলাম হোসেন ছেলের খোঁজ নিতে গেলে ঘটনাটি জানতে পারেন তিনি। অনেক খোঁজ করেও সন্ধান না পাওয়ায় ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন মোলাম।
সাদিপুর গ্রামে খালার বাড়িতে বেড়াতে গিয়ে গত ২৮ জানুয়ারি নিখোঁজ হন বাঁয়সা গ্রামের লুৎফর রহমানের ছেলে তুষার হোসেন (২২)। বেনাপোল স্থলবন্দর থানায় সাধারণ ডায়েরিতে লুৎফর রহমান উল্লেখ করেছেন তুষার বাকপ্রতিবন্ধী।
সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি বিকালে উপজেলার কায়েমকোলা বাজারের ওষুধ ব্যবসায়ী আল-মামুন নিখোঁজ হন। সেদিন সন্ধ্যায় মামুনের বড় ভাই শাহাবুদ্দিন ঝিকরগাছা থানায় সাধারণ ডায়েরি করেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক তথ্যের সত্যতা নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে বলেছেন, তিনজন নিখোঁজের ঘটনায় তিনটি জিডি নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
Comments