করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বয়স ৩০ ঘণ্টা

চীনের উহানের দুই নবজাতক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল সিসিটিভি। তাদের মধ্যে এক শিশু মাত্র ৩০ ঘণ্টা বয়সে আক্রান্ত হয়েছে। ওই শিশুটিই এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত সবচেয়ে কনিষ্ঠ রোগী।
আক্রান্ত নবজাতকের মা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে সিসিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিশুটি গর্ভে থাকতেই মা আক্রান্ত হয়েছিলেন কী না তা এখনও জানা যায়নি। স্বাস্থ্যকর্মী বা মায়ের স্পর্শ অথবা প্রসবের সময় কোনোভাবে শিশুটি আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার অধ্যাপক পল হান্টার বলেছেন, “নবজাতক স্বাভাবিকভাবেই মায়ের সংস্পর্শে আসে। এ কারণে, জন্মের পরপরই শিশু করোনাভাইরাসে আক্রান্ত হতে পারে। এজন্য আমরা বলতে পারবো না শিশুটি গর্ভে থাকতে না কী জন্মের সময় আক্রান্ত হয়েছে।”
ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরিচালক ন্যানসি মেসননিয়ার সতর্ক করে বলেছেন, “করোনাভাইরাস নিয়ে এখনও অনেক কিছুই আমরা জানি না।”
Comments