পঞ্চগড়ে ময়ূর উদ্ধার
পঞ্চগড়ের সদর উপজেলার চাকলাহাট থেকে একটি ময়ূর উদ্ধার করেছে বনবিভাগ।
স্থানীয়রা জানান, বাচ্চা মিয়া নামে এক ভ্যান চালক আজ বিকেলে চাকলাহাটে একটি মাদ্রাসার পাশ থেকে ময়ূরটি উদ্ধার করেন। পরে ময়ূরটিকে তার বাড়িতে নিয়ে যান তিনি।
সন্ধ্যায় বন বিভাগের কর্মকর্তারা ময়ূরটিকে পঞ্চগড় বনবিভাগ অফিসে নিয়ে যান।
পাখিপ্রেমী ও বন্যপ্রাণী আলোকচিত্রী ফিরোজ আল সাবাহ জানিয়েছেন, এটি একটি ভারতীয় ময়ূর। ভারতের সীমান্ত এলাকা থেকে কোনোভাবে দলছুট হয়ে এখানে চলে আসতে পারে।
পঞ্চগড় সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ময়ূরটিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানে পাঠানো হবে।
Comments