দিল্লির মার্কিন দূতাবাসে শিশু ধর্ষণ, আটক ১

Child rape logo
স্টার অনলাইন গ্রাফিক্স

ভারতের রাজধানী নয়াদিল্লির মার্কিন দূতাবাসে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দিল্লি পুলিশের উপকমিশনার এইশ সিংহল জানিয়েছেন, শিশুটি দূতাবাসের স্টাফ কোয়ার্টারের উঠানে খেলছিলো। সেসময় এক প্রতিবেশী তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা মার্কিন দূতাবাসের একজন পরিচ্ছন্নকর্মী। দূতাবাস প্রাঙ্গণেই কর্মীদের আবাসন কোয়ার্টারে পরিবার নিয়ে থাকতেন তিনি।

এ বিষয়ে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, “আমরা এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। পুলিশকে জানিয়েছি। এ ব্যাপারে পুলিশকে আমরা পূর্ণ সহযোগিতা করছে।”

শিশু সুরক্ষা আইনের আওতায় আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago