বাংলাদেশের ইনিংসে শেষের গান
বিপর্যস্ত সকাল পেরিয়ে মিলেছিল ঘুরে দাঁড়ানোর আভা। প্রতিরোধের গল্প লিখার আভাস দিয়েও বাজে শট, ভুল অ্যাপ্রোচে তালগোল পাকিয়েছে তা। থিতু হয়ে হয়ে ব্যাটসম্যানরা ফিরেছেন একে একে। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দুই সেশনের পরই তাই বাংলাদেশের ইনিংস বাজছে ফুরিয়ে যাওয়ার গান।
রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে ব্যাট করতে দিয়ে প্রথম দিনের চা বিরতির পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ১৭২ রান। ৮৯ বলে ৩০ রান নিয়ে ব্যাট করছেন মোহাম্মদ মিঠুন। ২২ বলে ১ রান নিয়ে তার সঙ্গী তাইজুল ইসলাম।
সকালে ৩ রানে ২ উইকেট হারানোর পর নিয়মিতই মিলেছে জুটি, আবার প্রতিবারই জুটি থেমেছে বড় কিছুর আভাস দিয়ে। মুমিনুল হকের ৩০, নাজমুল হোসেন শান্ত ৪৪, মাহমুদউল্লাহর ২৫ রানের পর দ্যুতি ছড়িয়ে ৩৩ রানে আউট হয়েছেন লিটন দাসও।
অথচ এদের প্রত্যেকের সামনেই ছিল বড় কিছুর সুযোগ। ৯৫ রানে ৩ উইকেট নিয়ে লাঞ্চ থেকে ফিরেই আউট হন ৪৪ করা শান্ত। শুরু থেকেই তিনে নামা শান্তর ব্যাট ছিল দৃঢ়তায় ভরা। মাঝ ব্যাটে বল লাগছিল, রান বের করতে হচ্ছিল না সমস্যা। পুরোপুরি থিতু হয়ে এগুচ্ছিলেন ক্যারিয়ারের প্রথম ফিফটির দিকে। কিন্তু লাঞ্চের পরই মোহাম্মদ আব্বাসের অনেক বাইরের বল অকারণে মারতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে।
অভিজ্ঞ মাহমুদউল্লাহর কাঁধে তখন সকল ভার। কিন্তু দায়িত্বটা তিনি নিলে তো? উইকেটে সেট হয়ে যাওয়া ব্যাটসম্যান টিকতে পারতেন অনায়াসে। বাড়তি কিছু করার চাহিদাও তখন নেই। শাহিনের অফ স্টাম্পের দেড় হাত বাইরে প্রায় ওয়াইড ডেলিভারিতে ড্রাইভ করতে গেলেন। স্বাভাবিক লাগল উপরের দিকের কানায়। মাহমুদউল্লাহর ভাগ্য ভাল থাকলে স্লিপের উপর দিয়ে চলে যেতে পারত বাউন্ডারিতে। কিন্তু আসাদ শফিক তা হতে দেবেন কেন। অনেকখানি লাফিয়ে দুর্দান্ত ক্যাচ জমান তিনি। ১০৭ রানে ৫ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।
ছয়ে নামা মোহাম্মদ মিঠুন আর সাতে নামা লিটন দাস এই অবস্থা থেকে দলকে বাঁচাতে চালাচ্ছিলেন চেষ্টা।
জুটিও মিলছিল বেশ। ৯০ বলে ৫৪ রানের জুটির পর দ্যুতি ছড়ানো লিটনের বিদায়। মুগ্ধতা ছড়ানো আরেকটি ছোট ইনিংসে লিটন বাড়িয়েছেন আক্ষেপ। ৪৬ বলে ৭ চারে আউট হয়েছেন ৩৩ রান করে। ৭ চারের সবগুলোই ছিল চোখ ধাঁধানো। দেখে মনে হচ্ছিল তাকে টলানো কঠিন।
কিন্তু ভুল সময়ে ভুল শটের মাশুল আরও একবার দিয়েছেন তিনি। বাঁহাতি স্পিনার হারিস সোহেলের বলে প্যাডেল সুইপ করতে গিয়েছিলেন। আবেদনে আম্পায়ার নাইজেল লঙ সাড়া না দিলে রিভিউ নিয়ে লিটনকে ফেরায় পাকিস্তান। ১৬১ রানে বাংলাদেশ হারায় ৬ষ্ঠ উইকেট। এতে বেরিয়ে যায় দলের টেলও। অবশ্য ২২ রানে মিঠুনের ক্যাচ স্লিপে না পড়লে এতক্ষণে দুই প্রান্তেই দেখা যেত টেল এন্ডারদের।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিনের চা বিরতি পর্যন্ত)
বাংলাদেশ প্রথম ইনিংস: ৬৩ ওভারে ১৭২/৬ (তামিম ৩, সাইফ ০, শান্ত ব্যাটিং ৪৪ , মুমিনুল ৩০, মাহমুদউল্লাহ ২৫, মিঠুন ব্যাটিং ৩০*, লিটন ৩৩, তাইজুল ব্যাটিং ১ ; শাহিন ২/৪৫ , আব্বাস ১/১৯ , নাসিম ০/৫৪ , ইয়াসির ০/৪৬, হারিস ১/৬ )
Comments