দ্বিতীয় ইনিংসের দিকে তাকিয়ে আছেন শান্ত

Nazmul Hossain Shanto
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

প্রথম ইনিংসের সর্বসাকুল্যে ২৩৩ রান। অথচ উইকেটে সেট হয়েছিলেন ছয়জন ব্যাটসম্যান। কিন্তু এক মোহাম্মদ মিঠুন ছাড়া কেউই পারলেন না ইনিংস বড় করতে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রথম দিনেই ব্যাকফুটে বাংলাদেশ। তবে দলের তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত চেয়ে আছেন দ্বিতীয় ইনিংসের দিকে। দ্বিতীয় ইনিংসের ভালো ব্যাট করতে পারলে এ অবস্থা থেকেও ভালো কিছু করা সম্ভব বলে মনে করেন এ ব্যাটসম্যান।

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শান্ত বললেন, 'অবশ্যই এটা খুব চ্যালেঞ্জিং কারণ পাকিস্তানে সবসময় ভালো বোলার থাকে। তবে আজকের উইকেট ভালো ছিল। দ্বিতীয় ইনিংসে যদি আমরা ভালো খেলি তবে কিছুটা সহজ হবে। তবে আমাদের ভালো বল করতে হবে। অবশ্যই দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে হবে।'

এদিন সংবাদ সম্মেলনে শান্ত বারবারই বললেন উইকেট বেশ ভালো। তারপরও ব্যাটসম্যানরা সংগ্রাম করেছে। কেন পারলেন না তার ব্যাখ্যাও কিছুটা দেওয়ার চেষ্টা করেছেন শান্ত, 'আমার কাছে মনে হয় ওরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো বল করেছে। আমরা যে খুব সহজে রান করেছি এমন না। উইকেট ভালো থাকলেও ওরা ধৈর্য রেখে একটা জায়গায় বল করে গেছে। ওই খানেই আমরা ভুল করেছি। আমরা যদি আরেকটু ধৈর্য রেখে ব্যাট করতাম শেষের দিকে যদি ব্যাটসম্যান থাকতো তাহলে রান করাটা আরেকটু সহজ হতে পারতো।'

'উইকেট ভালো ছিল। খুব বেশি গতি ছিল না। শাহিন এবং আব্বাস খুব ভালো বল করেছে। আমাদের আরেকটু ভালো হতে পারতো আমার মনে হয়। শুরুতে দুইটা উইকেট পড়ে যাওয়ার পরও আমরা ভালো ভাবেই ফিরে এসেছিলাম। আমি আর মুমিনুল ভাই একটা জুটি গড়েছিলাম। ওইখান থেকে আমাদের বড় করা উচিৎ ছিল। তবে ওইটা চলে গেছে। বলছিনা উইকেট খুব ভালো ছিল। তবে আমাদের যে জুটি হয়েছে ছোট ছোট সেটা আরেকটু বড় হলে আমাদের জন্য ভালো হতো।' - যোগ করে আরও বলেন শান্ত।

টেস্ট ক্রিকেটে অধিকাংশ সময় সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট কিছুটা কঠিন হতে থাকে। ফলে ব্যাটিংটাও কঠিন হয়ে যায়। কিন্তু প্রথম ইনিংসের ব্যাটিংয়েই আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের। শান্তর ভাষায়, 'মুমিনুল ভাই, আমি, মাহমুদউল্লাহ ভাই, লিটন ভাই আমরা কিন্তু ভালো একটা সূচনা পেয়েছিলাম। মিঠুন ভাই ভালো একটা ইনিংস খেলেছে। তো আমাদের মধ্যে একটা বিশ্বাস হয়েছে যে না সম্ভব। দ্বিতীয় ইনিংসে সেই বিশ্বাসটা ধরে রেখে যদি ব্যাট করতে পারি তাহলে এই জুটিগুলো বড় হবে ইনশাল্লাহ। আর ব্যক্তিগত রানগুলোও বড় হবে।'

তবে শুধু দ্বিতীয় ইনিংসের ব্যাটিং নয়, বোলারদের দিকেও তাকিয়ে আছেন শান্ত। এদিন শুরু থেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে গেছে পাকিস্তানের বোলাররা। তার ধারাবাহিকতা টাইগার বোলাররাও ধরে রাখতে পারলে ভালো কিছু হতে পারে বলে মনে করেন শান্ত।

Comments

The Daily Star  | English

CEC urges officials to ensure neutrality as polls preparations advance

He reiterates that the commission is advancing steadily with election preparations

1h ago