করোনাভাইরাসে চীনে মার্কিন নাগরিকের মৃত্যু

US Citizen Died.jpg
চীনের উহানের একটি সুপারমার্কেটে আসা ক্রেতাদের স্ক্রিনিং করা হচ্ছে। ছবি: রয়টার্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের উহানের জিনইনতান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যুক্তরাষ্ট্রের ৬০ বছর বয়সী এক নাগরিক মারা গেছেন।

আজ বেইজিংয়ের মার্কিন দূতাবাসের এক মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

চীনে করোনাভাইরাস সংক্রমণ মহামারী আকারে ছড়িয়ে পড়ার পর সেদেশে অবস্থানকারী কোনো মার্কিন নাগরিকের মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

ওই মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, “মৃত ব্যক্তির পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং তাদের গোপনীয়তার স্বার্থে আমরা আর কোনো তথ্য প্রকাশ করতে চাইছি না।”

গত বৃহস্পতিবার বিকাল পর্যন্ত চীনে ১৯ জন বিদেশি নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং জানিয়েছেন, এদের মধ্যে দুজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন এবং বাকি ১৭ জনকে কোয়ারেন্টাইন অবস্থায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Comments

The Daily Star  | English

Ex-CEC Nurul Huda gives confessional statement in poll irregularities case

Statement being recorded before magistrate in case over alleged bias in past elections

27m ago