প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি তাবিথের

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, “বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না।”
তাবিথ আউয়াল

সদ্য অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, “বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়। কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না।”

এসময় প্রতিটি ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করার দাবি জানান তিনি।

আজ সকাল ১১টার দিকে বনানীর টিঅ্যান্ডটি বস্তি পরিদর্শনে যান তাবিথ। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে তাবিথ আউয়াল এ দাবি জানান।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক, বিএনপি সমর্থিত ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান ও ফারুক হোসেনসহ নেতাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস জানায়, আজ ভোররাত ৩টা ২৮ মিনিটে বনানীর টিঅ্যান্ডটি এলাকার দুটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০০ ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

Comments

The Daily Star  | English

DHL, Daily Star honour five business luminaries for outstanding achievements

The theme of this year's event is "Bangladesh on the rebound".

2h ago