থাইল্যান্ডে এক সেনার গুলিতে ১০ জন নিহত
থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলে নাখন রাচাসিমা শহরে আজ শনিবার এক সেনাসদস্য গুলি করে কমপক্ষে ১০ জনকে হত্যা করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, ঘাতক সেনা সদস্যকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায়নি।
এর আগে, দিনের প্রথমভাগে সন্দেহভাজন এক ব্যক্তির কথা প্রকাশ করে পুলিশ, যে তার ফেসবুক পেজে পোস্ট করেছিল ‘মৃত্যু সবার জন্য অনিবার্য’। হাতে বন্দুক নিয়ে একটি ছবিও সেখানে পোস্ট করেছিল সে।
পুলিশের মুখপাত্র কিসানা ফাতানাশারোন সাংবাদিকদের দেওয়া এক বার্তায় বলেন, ব্যাংকক শহর থেকে ২৫০ কিলোমিটার (১৫৫ মাইল) দূরের নাখন শহরের বিভিন্ন জায়গায় গুলি চালায় ওই সেনা সদস্য। তবে নিহতের সংখ্যা ১২ বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
একটি শপিং মলের কাছে গুলিবর্ষণকারীকে দেখা গেলেও তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা যায়নি।
স্থানীয় গণমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি শপিং মলের সামনে গাড়ি থেকে বের হয়ে ওই সেনা সদস্য গুলি চালালে সেখানকার লোকজন দৌড়ে পালাতে থাকে। ভিডিওতে গুলির শব্দও শোনা যায়।
স্থানীয় পুলিশ জানায়, সে প্রথমে শহরের একটি বাড়িতে ঢুকে গুলি করে দুইজনকে হত্যা করে। পরে, একটি সেনা ঘাঁটির অস্ত্রভাণ্ডার থেকে নতুন আরেকটি বন্দুক নেয়। সেনাবাহিনীর ঘাঁটির ভিতরেও সে গুলি চালায় বলে পুলিশ জানায়।
Comments