নোয়াখালীতে আ.লীগ নেতাকে হত্যা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. সোহরাব হোসেনকে (৪২) হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় বাহার মিয়া ও মো. হোসেন নামে আরও দুইজন আহত হয়েছেন।
গতকাল দিবাগত গভীর রাতে চর বালুয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। আজ সকালে স্থানীয়দের বরাত দিয়ে চর বালুয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপপরিদর্শক জাকির হোসেন বলেন, “সৌরভের নিজের এসকেবেটর রয়েছে। তার একটি মেশিনের চালক চর আমজাদ গ্রামের বাহার মিয়া। কাল রাতে সৌরভ বাহারের বাড়িতে রাতের খাবার খান। সেই সঙ্গে এসকেবেটর ভাড়ার হিসাব করেন। বাড়ি ফেরার পথে দুবৃত্তরা তাকে প্রথমে পিটিয়ে গুরুতর আহত করে। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য গলা কেটে ফেলে রেখে যায়।”
চর এলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক বলেন, “মো. সোহরাব হোসেন চর এলাহী ইউনিয়নের চর বালুয়ার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।”
কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রবিউল হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, “কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।”
Comments