৪০০ কর্মী ছাঁটাই করবে হংকং এয়ারলাইনস
হংকং এয়ারলাইনস কর্তৃপক্ষ তাদের ৪০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। গত ৮ ফেব্রুয়ারি এক ইমেইল বিবৃতির মাধ্যমে তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানায়।
ওই বিবৃতিতে বলা হয়, হংকং এয়ারলাইনসে কর্মরত ৪০০ কর্মীকে ছাঁটাই করা হবে। বাকিরা প্রতিমাসে সর্বনিম্ন দুই সপ্তাহ অবৈতনিক ছুটি নেবে অথবা ১৭ ফেব্রুয়ারি থেকে জুনের শেষ পর্যন্ত সপ্তাহে তিনদিন কাজ করবে।
সেখানে আরও বলা হয়, হংকং এয়ারলাইনসের ইতিহাসে এমন কঠিন সময় কখনও আসেনি।
এর আগে, করোনাভাইরাসের প্রভাবে সৃষ্ট সঙ্কটের কারণে মার্চ থেকে জুনের মধ্যে ২৭ হাজার কর্মীকে তিন সপ্তাহের অবৈতনিক ছুটি নিতে বলেছিলো প্রতিষ্ঠানটি।
ভাইরাসটি এ পর্যন্ত হংকংয়ের ২৪ জনকে সংক্রামিত করেছে। এর মধ্যে একজন মারাও গেছেন। এছাড়াও, কয়েক মাস ধরে চলা সহিংস বিক্ষোভ দেশটির অর্থনীতির মূল উৎস পর্যটন খাতকে বেশ দুর্বল করে দিয়েছে।
Comments