গোলাগুলিতে মার্কিন-আফগান সেনা নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে মার্কিন-আফগান সেনাদের যৌথ অভিযান চলাকালীন গোলাগুলিতে পাঁচ-ছয়জন মার্কিন সেনা এবং ছয়জন আফগান সেনা নিহত হয়েছেন।
আফগান কর্তৃপক্ষের বরাতে আজ এ তথ্য জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
দেশটিতে অবস্থানরত মার্কিন সেনার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, গতকাল মার্কিন ও আফগান সেনাদের যৌথ অভিযান চলছিল। এর মধ্যে আফগান ইউনিফর্ম পরা এক সেনা গুলি চালানো শুরু করলে এ হতাহতের ঘটনা ঘটে।
আফগানিস্থানের প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গোলাগুলির ঘটনা মার্কিন ও আফগান সেনাদের মধ্যে ঘটেছে, নাকি তাদের যৌথ অভিযান চলাকালীন অন্য কোনো জঙ্গিগোষ্ঠী হামলা চালিয়েছে, সেটি এখনও নিশ্চিত নয়।
নাঙ্গারহার প্রদেশের এক কাউন্সিল সদস্য জানিয়েছেন, মার্কিন ও আফগান সেনাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আফগানিস্তানে প্রায়ই হামলা চালিয়ে থাকে বিভিন্ন জঙ্গিগোষ্ঠী। এসব গোষ্ঠীদের রুখতে আফগান সেনাদের সহায়তা করতে সেখানে নিয়োজিত রয়েছেন প্রায় ১৪ হাজার মার্কিন সেনা।
Comments