মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত।
DIG Mizan and ACC director Basir
ডিআইজি মিজানুর রহমান (বামে) এবং দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। ছবি: সংগৃহীত

ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশের সাময়িক বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাময়িক বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন ঢাকার একটি আদালত।

একইসঙ্গে আগামী ৪ এপ্রিল মামলার চার্জ গঠন শুনানির দিন ধার্য করেন আদালত।

আজ রবিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস এ আদেশ দেন। সেসময় আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

এছাড়াও, মামলাটি বিচারের জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৪ এ বদলির আদেশ দেওয়া হয়।

গত ১৯ জানুয়ারি ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে এ মামলার চার্জশিট দাখিল করে দুদক। পরে, ৯ ফেরুয়ারি চার্জশিটটির শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

এর আগে, ৪০ লাখ টাকার ঘুষ লেনদেনের অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক।

Comments

The Daily Star  | English

Ex-land minister Narayon Chandra Chanda arrested

Former Land Minister Narayon Chandra Chanda was arrested from Jhenaidah today as he attempted to flee India crossing the border illegally

42m ago