অলোক কাপালির রেকর্ড ভাঙলেন নাসিম শাহ

naseem shah
ছবি: আইসিসি

বাংলাদেশের স্পিন অলরাউন্ডার অলোক কাপালির রেকর্ড ভেঙে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন পাকিস্তানের ডানহাতি পেসার নাসিম শাহ।

রবিবার (৯ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে টানা তিন বলে বাংলাদেশের তিন উইকেট তুলে নিয়ে রেকর্ডের পাতায় নিজের নাম ওঠান ১৬ বছর ৩৫৯ দিন বয়সী নাসিম।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ৪১তম ওভারের চতুর্থ বলে নাসিম ফেরান নাজমুল হোসেন শান্তকে। ৮৭ বলে ৩৮ রান করে এলবিডাব্লিউ হন এই বাঁহাতি। পরের বলে নাইটওয়াচম্যান হিসেবে নামা তাইজুল ইসলামকেও একই ভাগ্য বরণ করতে হয়।

ওভারের শেষ বলে মাহমুদউল্লাহকে বিদায় করে ইতিহাস গড়েন নাসিম। ড্রাইভ করতে গিয়ে হারিস সোহেলের হাতে ক্যাচ দেন বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যান। তাইজুল ও মাহমুদউল্লাহ ফেরেন রানের খাতা না খুলেই।

১৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে নিজের করে নিয়েছেন নাসিম। মজার ব্যাপার হলো, লেগ-স্পিনার কাপালি ১৯ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন নাসিমের দল পাকিস্তানের বিপক্ষেই, ২০০৩ সালে পেশোয়ারে।

Comments

The Daily Star  | English

NCP rally comes under attack in Gopalganj

Chase and counter-chase were seen between law enforcers and BCL in the area

Now