সবচেয়ে ভালো লেগেছে সেই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি: বিসিবি প্রধান
টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ। ভারতের সঙ্গে বাংলাদেশের হৃদয় ভাঙার গল্প অনেক। কাছে গিয়েও শক্তিশালী প্রতিপক্ষকে ভারতকে হারাতে না পারার আক্ষেপ বাড়ছিল দিনে দিনে। এবার যুব বিশ্বকাপে সেই ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হওয়ায় বাড়তি আনন্দ পাচ্ছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। ‘দ্য ডেইলি স্টার’কে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বোর্ড প্রধান জানান, যুবাদের এই অর্জন তাদের নেওয়া সুপরিকল্পনার ফল।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ যুব দল।
ঢাকায় থাকা বিসিবি সভাপতি ‘দ্য ডেইলি স্টার’কে মুঠোফোনে বলেন নিজের উচ্ছ্বসিত অনুভূতি, ‘ধাপে ধাপে পরিকল্পনা করে এগোনোর একটা ফল এই অর্জন। বিশ্ব চ্যাম্পিয়ন। এটা যেকোনো ধাপেই হোক, এর গৌরবই আলাদা।’
‘সবচেয়ে বড় কথা, ভারতের মতো দলকে হারিয়ে আমরা জিতেছি। ওদের সঙ্গে আমরা বিভিন্ন পর্যায়ে শুধু হারছিলামই। কাজেই সবচেয়ে ভালো লেগেছে, আমরা এবার ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছি।’
তবে এই সাফল্য যে এমনি এমনি চলে আসেনি, সেকথাও জানান তিনি। গত দুই বছরে যুবাদের বিশ্বকাপের জন্য তৈরি করতে দেশে-বিদেশে ৩০টিরও বেশি ম্যাচ আয়োজন করে বিসিবি। যার ফল এই বিশ্বকাপ ট্রফি, ‘রাতারাতি কিছু আসেনি। গত ১৮ মাস থেকে সুপরিকল্পনা... অনেকগুলো ম্যাচ আয়োজন করার ফল পেয়েছি আমরা। বাংলাদেশের এই দলকে কিন্তু সবাই গোনায় ধরেছে। সেমিফাইনাল খেলবে সবারই ধারণা ছিল। বিদেশের মাঠে আমরা ভালো খেলি না... এই ছেলেরা এটাও ভুল প্রমাণ করেছে।’
পুরো টুর্নামেন্টে অপরাজেয় থাকা বাংলাদেশের ফিল্ডিংও ছিল দুর্দান্ত। ফাইনালেও ফিল্ডিংয়ের ক্ষিপ্রতায় ভারতকে আটকে দেয় আকবর আলির দল। বোর্ড প্রধানেরও আলাদা নজর কেড়েছে দলের শরীরী ভাষা, ‘ফিটনেস আর ফিল্ডিং নিয়ে আমাদের সমস্যা ছিল। এই দলটির ফিল্ডিং ছিল রীতিমতো দুর্ধর্ষ।’
Comments