টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৪৩) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।
gun fight
প্রতীকী ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বন্দুকযুদ্ধে নুরুল আমিন (৪৩) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

আজ সকালে র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধীনে টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “ভোর রাত ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা নুরালী পাড়ায় পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটার গান, ৪টি তাজা কার্তুজ, ৩টি গুলির খোসা, ১০০ টাকা, ১টি মানি ব্যাগ, ১টি মোবাইল ফোন, মিয়ানমারের ১১টি এমপিটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে।”

নুরুল আমিন উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা নুরালী পাড়ায় বসবাস করতেন। তিনি মৃত মকতুল হোসেনের ছেলে।

মির্জা শাহেদ মাহতাব আরও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ডাকাতদের আস্তানায় অভিযান চালায় র‍্যাব। সে সময় পাহাড়ে অবস্থান করা ছয় থেকে সাত জন সশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে র‌্যাবের ল্যান্সনায়েক আজহারুল ইসলাম এবং সিপাহী মো. সোহেল আহত হন। সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে স্বশস্ত্র দুবৃর্ত্তরা পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে অভিযান চালালে শীর্ষ স্থানীয় রোহিঙ্গা ডাকাত নুরুল আমিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”

“ময়নাতদন্তের জন্য তার মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহত দুই র‌্যাব সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে”, বলেন তিনি।

Comments