নওগাঁয় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নওগাঁর আত্রাই উপজেলার বাঁকা গ্রাম থেকে আরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে স্বজনদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমান ছেলে। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, “আরিফুলের বাবা এবং স্ত্রী আত্রাই উপজেলা সদরে বসবাস করেন। গ্রামের বাড়িতে তিনি একাই থাকতেন। গতকাল রাতে আরিফুল তার পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন। গভীর রাতে বাড়ি ফিরে তিনি ঘুমিয়ে পড়েন। আজ সকালে ঘরে ঢুকে স্বজনরা আরিফুলের মরদেহ দেখতে পান— কে বা কারা তাকে গলাকাটা হত্যা করেছে।”
“মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধান করছে পুলিশ”, বলেন মোসলেম উদ্দিন।
Comments