অস্কার: চলচ্চিত্রে দ. কোরিয়ার বিশ্ব জয়

২০২০ সালটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বহন করবে বিশেষ গুরুত্ব। এ বছরেই এই প্রথম ইংরেজি ভাষার বাইরে কোনো চলচ্চিত্র জয় করে নিলো অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার।
Parasite
লস অ্যাঞ্জেলেসে ৯২তম অস্কার আসরে সেরা পরিচালক ও সেরা আন্তর্জাতিক ফিচার চলচ্চিত্রের পুরস্কার হাতে ‘প্যারাসাইট’ পরিচালক বং জুন-হো। ৯ ফেব্রুয়ারি ২০২০। ছবি: রয়টার্স

২০২০ সালটি বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে বহন করবে বিশেষ গুরুত্ব। এ বছরেই এই প্রথম ইংরেজি ভাষার বাইরে কোনো চলচ্চিত্র জয় করে নিলো অস্কারের সেরা চলচ্চিত্র পুরস্কার।

এই বছরটি এশিয়ার চলচ্চিত্রের ইতিহাসেও গুরুত্বপূর্ণ। কেননা, চলচ্চিত্রের বিশ্ব আসরে দক্ষিণ কোরিয়ার ‘প্যারাসাইট’ পেয়েছে সেরা চলচ্চিত্র হওয়ার গৌরব।

শুধু সেরা চলচ্চিত্র পুরস্কারই নয়, পরিচালক বং জুন-হোর এই চলচ্চিত্র ঝুলিতে ভরেছে আরও তিনটি পুরস্কার। অর্থাৎ, ৯২তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা আন্তর্জাতিক ফিচার এবং সেরা মূল চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘প্যারাসাইট’।

পুরস্কার হাতে নেওয়ার পর ব্লাক কমেডি থ্রিলার ‘প্যারাসাইট’র প্রযোজক ওয়াক সিন-এই বলেন, “আমি নির্বাক হয়ে গেছি। আমরা কখনোই ভাবিনি এমনটি ঘটবে। আমি বুঝতে পাচ্ছি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হতে যাচ্ছে।”

গত বছর ‘প্যারাসাইট’ কান চলচ্চিত্র উৎসবে দেখানোর পর এটি জয় করেছিলো ‘পালমে দ’অর’ বা সেরা চলচ্চিত্রের পুরস্কার। বিশ্ব চলচ্চিত্রের বেশ কয়েকটি আসরে যোগ দিয়ে ‘প্যারাসাইট’ কখনই খালি হাতে ফিরেনি।

এবার ঝুলিতে অস্কার এনে নতুন ইতিহাস তৈরি করলো ‘কিম পরিবারের’ জীবন কাহিনিভিত্তিক এই চলচ্চিত্রটি।

Comments