এলিফ্যান্ট রোডে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ সোমবার দুপুর ৩টা ১৫ মিনিটের দিকে ওই ভবনে আগুন লাগে। পরে দমকল বাহিনীর তিনটি ইউনিটের প্রচেষ্টায় প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।
দমকল বাহিনীর সদরদপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, দমকল বাহিনীর তিনটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের উৎসের ব্যাপারে এখনও জানা যায়নি। এছাড়া, এতে কেউ হতাহত হয়নি।
Comments