শীর্ষ খবর

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাকে হত্যার দায়ে দীপু সরকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
gavel-1.jpg
ছবি: স্টার অনলাইন গ্রাফিক্স

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাকে হত্যার দায়ে দীপু সরকার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম নাসিম রেজা এ আদেশ দেন। তবে আসামি এখনও পলাতক রয়েছেন।

দণ্ডপ্রাপ্ত দীপু উপজেলার এখতিয়ারপুর নোয়াহাটি এলাকার রাজমোহন গোস্বামীর ছেলে। আদালতের মুন্সী রিপন আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৫ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে দীপু তার মা রসনা বালা সরকারের কাছে ভাত চান। ভাত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন রসনা বালা। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করেন। ওইদিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রসনা বালার।

ঘটনার পরদিন নিহতের স্বামী রাজমোহন গোস্বামী ছেলেকে আসামি করে মাধবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৬ জুলাই দীপুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মাধবপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) শ্যামল চন্দ্র পাল।

মামলার দীর্ঘ ১৬ বছর পর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দেন আদালত। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট সালেহ আহমেদ।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

6h ago