রংপুরে হাসপাতালে ভর্তি শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নয়

শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নয়। পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
Rangpur medical college and hospital

শ্বাসকষ্ট নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া চীনফেরত শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত নয়। পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে এই ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।

শনিবার দুপুরে হাসপাতালে ভর্তির পরপরই ওই শিক্ষার্থীকে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়। রংপুরে করোনাভাইরাস সনাক্ত করার সুযোগ না থাকায় নমুনা নিয়ে ঢাকায় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এ পাঠানো হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে আইইইডিসিআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর করোনাভাইরাস সনাক্ত না হওয়ার কথা আজ দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিক্ষার্থীর শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ নেই। সে ভয় পেয়ে গিয়েছিল।

আগামীকালের মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে।

গত ২৯ জানুয়ারি চীন থেকে ফেরেন ওই শিক্ষার্থী। শ্বাসকষ্ট শুরু হলে শনিবার তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Comments