আপাতত যুবাদের সাদামাটা অভ্যর্থনা দেবে বিসিবি

nazmul hasan papon
ছবি: ফিরোজ আহমেদ

ক্রিকেট তো বটেই, দেশের ক্রীড়াঙ্গনে যেকোনো পর্যায়ে সর্বোচ্চ সাফল্য এসেছে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। যুব বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন এখন বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা থেকে শিরোপা নিয়ে আকবর আলিরা দেশে ফিরছে আগামী বুধবার। সেদিন জাঁকজমকপূর্ণ কোনো আয়োজন থাকছে না যুবাদের জন্য। দেশের সার্বিক পরিস্থিতি ও খেলোয়াড়দের পরিবারের কাছে ফিরে যাওয়ার তাড়ার কারণেই আপাতত কোনো বড় আয়োজন করছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ঢাকায় এমনিতেই ট্র্যাফিক জ্যাম অনেক বেশি। বিমানবন্দর এলাকায় তা যেন আরও ভয়ঙ্কর রূপ নেয়। কোনো বিশেষ অতিথি আসলে তো কথাই নেই, হাঁটাচলা করাই যেন দায়! তাই বিশ্বজয়ী যুবাদের আগমনে সেদিন বিশাল আয়োজন করলে বিমানবন্দর এলাকায় জটলা বেঁধে যাবে। এমনটা করতে চাইছে না বিসিবি। তাই প্রথম দিনে তাদের সাদামাটা অভ্যর্থনা দিয়ে একাডেমিতে আনার পর ভিন্ন কোনো এক সময়ে তাদের ফের সংবর্ধনা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে সোমবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে পাপন জানান, ‘১২ তারিখের প্রোগ্রামটা আমরা ঠিক করেছি। এটা সাধারণ... এখন আপাতত আমরা যেটা করছি, এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই কিন্তু বিরাট স্যাক্রিফাইস করেছে, যেটা না-কি আমরা সচরাচর দেখি না। ওরা প্রচুর কষ্ট করেছে। আমি যতটুকু বুঝতে পেরেছি, ওরা সবাই এখন বাড়ি যেতে চায়, পরিবারের সঙ্গে দেখা করতে চায়। আমরা যেটা করছি, ১২ তারিখ সকালে যখন ওরা আসবে, আমরা সবাই বিমানবন্দর যাব ওদের অভ্যর্থনা দিতে।’

‘আমরা বিশাল কিছু একটা করতে পারি সেদিন অভ্যর্থনার জন্য। একটা জিনিস আমরা চিন্তা করেছি যে ওই জায়গাটার (বিমানবন্দরের) ট্র্যাফিক কিন্তু এমনিতেই খুব খারাপ এবং ওখানে তো যাত্রীরা আসা যাওয়া করে। তাই ওখানে যদি বিশাল কিছু করতে যাই, তাহলে পুরো জায়গাটায় জ্যাম হবে, এটা একটা কারণ। তো আমরা হয়তো কিছু করব। আটকাতে পারব না। তবে যতটুকু কমানো যায়। ওদেরকে অভ্যর্থনা দিয়ে নিয়ে আসব বিসিবিতে একাডেমিতে। ফ্রেশ হবে, তারপর দুপুরে একসঙ্গে লাঞ্চ করব। তারপর সংবাদ সম্মেলন করে ওদের ছেড়ে দিব।’

তবে শেষ পর্যন্ত পাপনের বর্তমান পরিকল্পনাতেও কিছু পরিবর্তন আসতে পারে। কারণ বুধবার সকাল ৮টা ২০ মিনিটে যুবাদের দেশের মাটিতে অবতরণ করার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তিত হয়েছে। বিকাল ৪টা ৫৫ মিনিটে ফিরছেন আকবররা। তাই যুবাদের নিয়ে মধ্যাহ্নভোজের পরিবর্তে নৈশভোজ করতে হতে পারে বিসিবি কর্তাদের।

Comments

The Daily Star  | English

Students protest condemning brutal murder of trader near Mitford

Lal Chand, alias Sohag, was beaten and murdered in front of Mitford Hospital allegedly by rivals over dominance of scrap trade

2h ago