কোটি টাকার গাড়ি জব্দ
৫০ লাখ টাকার শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা ১ কোটি টাকা দামের একটি বিলাসবহুল গাড়ি জব্দ করেছে চট্টগ্রাম শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
আজ সোমবার চেরাগি পাহাড় এলাকায় এক ব্যবসায়ীর বাড়ির গ্যারেজ থেকে গ্রেট ওয়াল হাভাল এইচ থ্রি গাড়িটি জব্দ করা হয়। সিআইআইডির সহকারী কমিশনার আবু হানিফ মো. আবদুল আহাদ জানান, বিলাসবহুল গাড়িটি চীন থেকে আমদানি করা হয়েছে।
টয়োটা জিপের নকল কাগজপত্র দেখিয়ে গাড়িটি আনা হয় বলেও জানান তিনি।
Comments