কারাবন্দি পুলিশ কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার। ছবি: স্টার

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।

আজ সোমবার তিনি মারা যান।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে জেল সুপার মো. ইকবাল হোসেন জানিয়েছেন, কারাগারে থাকা অবস্থায় সোমবার দুপুর ১২টার দিকে হঠাৎ করে তার বুকে ব্যথা শুরু হয়। দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক মির্জা মোহাম্মাদ সাইফ জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

আসাদুলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার রসুলপুর গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

জেল সুপার ইকবাল হোসেন আরও জানান, গত বছর ডিসেম্বরে আসাদুলকে মাদক মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

56m ago