শীর্ষ খবর

উপাচার্যের অপসারণের দাবিতে জাবিতে আবার কর্মসূচি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবার আন্দোলন কর্মসূচি নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কয়েকজনের হাতে ঝাড়ু দেখা গেছে।
উপাচার্যের অপসারণের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল। ছবি: স্টার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আবার আন্দোলন কর্মসূচি নিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ। কর্মসূচির অংশ হিসেবে আজ বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিলে কয়েকজনের হাতে ঝাড়ু দেখা গেছে।

বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে মিছিলটি পুরাতন পরিবহন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসন ভবনের সামনের রাস্তায় সমাবেশ করেন। সমাবেশে বক্তারা উপাচার্যকে দুর্নীতির মডেল আখ্যা দিয়ে তার অপসারণের দাবি জানান।

সমাবেশে বাংলা বিভাগের অধ্যাপক তারেক রেজা বলেন, “উপাচার্যের অপসারণের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত করার জন্য আমরা আজ ঝাড়ু হাতে নিয়েছি। প্রয়োজনে আমরা জুতা নিক্ষেপের মতো কর্মসূচি নেব।”

ছাত্র ইউনিয়নের জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, “উপাচার্য তদন্তের মুখোমুখি হতে ভয় পাচ্ছেন। আপনি যদি সৎ হন, তাহলে তদন্তের মুখোমুখি হতে কিসের ভয়?”

মিছিলে ৬০-৭০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, অধ্যাপক মাসুম শাহরিয়ার, সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ খন্দকার।

আগামী ১২ ফেব্রুয়ারি পরবর্তী কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

3 buses set on fire within 10 minutes

The incidents were reported in the capital's Gabtoli, Agargaon, and Sayedabad

4h ago