মুক্তিযোদ্ধা নুরুল আজম হত্যার ঘটনায় আটক ১

পুলিশের সাবেক উপ-পরিদর্শক এবং মুক্তিযোদ্ধা একেএম নুরুল আজম চৌধুরী হত্যা ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার রাউজান উপজেলার পথের হাট এলাকা থেকে অভিযুক্ত শেখ সুহরাব হোসেনকে (২৬) গ্রেপ্তার করে র্যাব।
র্যাব জানায়, ব্যক্তিগত শত্রুতার জেরে একেএম নুরুল আজমকে গত ৮ ফেব্রুয়ারি হত্যা করা হয়।
র্যাব-৭ এর উপ-পরিচালক মেজর শামীম সরকার দ্য ডেইলি স্টারকে বলেন, সুহরাবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি থেকে জানা যায়, তিনি পাঁচ মাস ধরে এ হত্যার পরিকল্পনা করছিলেন। নিহত নুরুল আজম তাকে অপমান করায় তিনি হত্যার পরিকল্পনা করেন।
র্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার তারেক আজিজ জানান, সুহরাব নুরুল আজমের সঙ্গে থাকতেন এবং হরপাড়ায় তার দোকানে কাজ করতেন।
সুহরাবকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments